‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর সেরা বি প্রসাদ | Somoy News
ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠান ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরে সেরার শিরোপা জিতেছেন ঢাকার ছেলে বি প্রসাদ। ভিয়েতনামে আসন্ন মিস্টার ওয়ার্ল্ডের ১১তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। বুধবার (২ অক্টোবর) রাতে রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে আয়োজন করা হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতায় বিজয়ের মুকুট জয় করেন বি প্রসাদ। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন শামসুল আলম এবং যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন সেরাজুস সালেকিন ও রাফসান জনি। এবারের আসরে বিচারকের আসনে ছিলেন রবার্ট ম্যাককেলভি, সানজিদা আরেফিন লুনা, খালেদ সুজন এবং ডন সুমডানি। গ্র্যান্ড ফিনালের উপস্থাপনায় ছিলেন আরজে নিরব। এবারের জাঁকজমকপূর্ণ আসরে ছিল নানা আয়োজন। নাচ-গানের পাশাপাশি দেশের প্রথম মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ মেহেদী হাসান ফাহিম এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩-এর বিজয়ী শাম্মী ইসলাম নীলার উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিজয়ীরা দেশের ভাবমূর্তি বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ পান। তাই প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন বিগত প্রতিযোগিতার বিজয়ীরা। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে ছেলেদের সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীরা একদিন বিশ্বমঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সেরার শিরোপা জিতবে -- এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন বি প্রসাদ | Bangla News 24
'মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এ সেরা হলেন বি প্রসাদ। আসন্ন নভেম্বরে ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ১১তম আসরে ভিয়েতনামে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। বাংলাদেশ ছাড়াও সেখানে আরও ৭৫টি দেশ অংশ নেবে। বুধবার (০২ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালে এই ঘোষণা দেওয়া হয়। এরিস্টক্রাট ইভেন্টস আয়োজিত ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এ প্রথম রানার আপ নির্বাচিত হন শামসুল আলম। যৌথভাবে দ্বিতীয় রানার আপ হন সেরাজুস সালেকিন এবং রাফসান জনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বি প্রসাদ বলেন, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বিচারকরা তাদের সঠিক রায় দিয়েছে। আমি যেহেতু ভিয়েতনামে যাব তাই বেশ এক্সসাইটেড। সবার কাছে একটা রিকোয়েস্ট বাংলাদেশকে জয়ী করতে হলে আপনাদের সবার ভোট প্রয়োজন। আশা করছি ‘মিস্টার ওয়ার্ল্ড’-এ দেশের জন্য ভালো কিছু করতে পারব। গ্র্যান্ড ফিনালে বিচারক প্যানেলে ছিলেন রবার্ট ম্যাককেলভি, সানজিদা আরেফিন লুনা, খালেদ হোসাইন সুজন ও গোলাম সামদানি ডন। সঞ্চালনা করেছেন আরজে নিরব। আয়োজনে আরও উপস্থিত আয়োজনের লাইসেন্স ওনার ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের চেয়ারম্যান দোলা হাসান, ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর চ্যাম্পিয়ন মেহেদী হাসান ফাহিম ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এর চ্যাম্পিয়ন শাম্মী ইসলাম নীলাসহ অনেকেই।
B. Prasad wins Mr. World Bangladesh 2024 | Bangladesh Pratidin
B. Prasad was awarded Mr. World Bangladesh 2024, earning the opportunity to represent the country at the upcoming Mr. World 2024 competition in Vietnam, in an impressive ceremony at Le Méridien Dhaka, reports Banglanews24. Shamsul Alom was named the 1st Runner-Up, while Serajus Salekin and Rafsan Jany were jointly awarded the 2nd Runner-Up position. A distinguished panel of judges included Robert McKelvey, a prominent businessman, Sanjida Arefin Luna, an acclaimed fashion choreographer, Khaled Sujan, a top professional model and fashion icon, and Don Sumdany, a well-respected corporate trainer. Enhancing the event's prestige, it was attended by Mehedi Hasan Fahim, the current Mr. World Bangladesh 2019, and Shammi Islam Nila, Miss World Bangladesh 2023. In his speech, Engr. Mehedi Hasan, Licensee and Chairman of Omicon Entertainment, expressed: “Julia Morley’s Mr. World Bangladesh is more than a competition—it’s a platform for creating change-makers who will elevate the nation's image on the global stage.” Dola Hasan, Chairman of the Miss World Bangladesh Organization, highlighted the significance of the pageant in promoting leadership and charitable initiatives: “Through platforms like Mr. World, we empower individuals to not only excel in their fields but to also drive positive change in society.” The grand event received its license from Omicon Entertainment and was organized by Aristocrat Events and The Platform, with Xposure Fashions providing photography support. The sponsors included Premier Printing Press, BioScience AgroChem, TechVen Properties, and Prems Collection. As the 11th edition of Mr. World is scheduled for November in Vietnam, Bangladesh's representative is prepared to shine on the international stage and uphold the nation’s pride.
মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী বি প্রসাদ দাস | লাখোকন্ঠ
মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এর বিজয়ী বি প্রসাদ দাস, আসন্ন নভেম্বরে ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ভিয়েতনামে অনুষ্ঠিত ১১ তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। বাংলাদেশ ছাড়াও সেখানে আরও ৭৫ টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। বুধবার (০২ আগস্ট) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালে এই ঘোষণা দেওয়া হয়। এরিস্টক্রাট ইভেন্টস আয়োজিত ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এ প্রথম রানার আপ নির্বাচিত হন শামসুল আলম। যৌথভাবে দ্বিতীয় রানার আপ হন সেরাজুস সালেকিন এবং রাফসান জনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বি প্রসাদ দাস বলেন, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বিচারকরা তাদের সঠিক রায় দিয়েছে বলে আমি মনে করি ।আমি যেহেতু ভিয়েতনামে যাব তাই বেশ এক্সসাইটেড। সবার কাছে একটা রিকোয়েস্ট বাংলাদেশকে জয়ী করতে হলে আপনাদের সবার ভোট প্রয়োজন। আশা করছি ‘মিস্টার ওয়ার্ল্ড’-এ দেশের জন্য ভালো কিছু করতে পারব। তিনি আরো বলেন ভিয়েতনামের রেজাল্ট যাই আসুক না কেন আমি ওটা দিয়েই সেটিসফাইট হব যদি ভালো হয় তাহলে গ্রেট আর যদি ভালো না হয় তাহলে আমি বুঝতে পারবো আমার কোথায় কোথায় কাজ করতে হবে আমি একটা মিশন নিয়ে কাজ করতে চাই মিশন ফিট বাংলাদেশ ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরকেও আমি ফিট রাখতে চাই । বিচারক প্যানেলে ছিলেন গোলাম সামদানি ডন , রবার্ট ম্যাককেলভি, খালেদ হোসাইন সুজন , ও সানজিদা আরেফিন লুনা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আরজে নিরব । আয়োজনে আরও উপস্থিত আয়োজনের লাইসেন্স ওনার ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের চেয়ারম্যান দোলা হাসান, ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর চ্যাম্পিয়ন মেহেদী হাসান ফাহিম ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এর চ্যাম্পিয়ন শাম্মী ইসলাম নীলাসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।